বিয়ের আসরে মাতাল অবস্থায় বর, হবু স্ত্রীর বদলে শালিকার গলায় মালা

 


ODD বাংলা ডেস্ক: মদের নেশায় মাতাল হয়ে টলমলে পায়ে বিয়ের মণ্ডপে উঠেছিলেন বর। নেশার ঘোরে হবু স্ত্রীর বদলে শালিকার গলায় মালা পরিয়ে দিলেন। আর তার পরই উত্তম মধ্যম খেতে হলো পাত্রকে। নেটমাধ্যমে এমন একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিহারের। 

ভিডিওটিতে দেখা যায়, মাতাল অবস্থায় বিয়ে করতে মণ্ডপে ওঠেন পাত্র। এত মদ খেয়েছিলেন যে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা পর্যন্ত তার ছিল না। পাত্রী তার গলায় মালা পরিয়ে দিলেও তিনি দাঁড়িয়ে ছিলেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে।


এর পর পাত্রীর বোন, অর্থাৎ তার শালিকা বরণ করতে আসার পর নেশার ঘোরে তার গলাতেই মালা পরিয়ে দেন পাত্র। কাণ্ড দেখে হতবাক হয়ে যান নববধূ। বেজায় রেগে যায় শালিকা। এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন দিদির হবু বরকে। 


কিন্তু তাতেও বিশেষ কোনো হেলদোল দেখা যায় না পাত্রের হাবভাবে। যদিও এই ঘটনা বাস্তবে ঘটেনি। মঞ্চস্থ করা হয়েছিল। ইউটিউবের একটি কমেডি চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়। আপাতত এই ভিডিও ভাইরাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.