সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন এই মহিলা ট্রাকচালক! কে ইনি

 


ODD বাংলা ডেস্ক: ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক মিস বামবাম-এর সৌন্দর্য প্রতিযোগিতা। এই সৌন্দর্য প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন তিনি পাবেন ‘মিস বামবাম ২০২২’-র তকমা। মাথায় উঠবে মুকুট।


তবে এই প্রতিযোগিতায় মুখমণ্ডল বা দেহের সৌন্দর্যের নিরিখে সেরার বিচার করা হয় না। কোন প্রতিযোগীর কত সুন্দর নিতম্ব, তা দেখেই সেরার নির্বাচন করা হয়। আর যাঁর নিতম্ব সব থেকে সুন্দর, তিনিই পান ‘মিস বামবাম’-এর মুকুট।


সাংবাদিক এবং উদ্যোক্তা কাকাউ অলিভার প্রতি বছর এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেন। ব্রাজিলে প্রতি বছর গরমকালে আয়োজিত এই প্রতিযোগিতায় ২৭ জন প্রতিযোগী এই বিশেষ মুকুটের জন্য লড়াইয়ে নামেন। ১০ জন বিচারক বেছে নেন ব্রাজিলের সবচেয়ে সুন্দর নিতম্বের মালকিনকে।


তবে চলতি বছরের প্রতিযোগিতায় এমন এক মহিলা অংশ নিতে চলেছেন যাঁর মূল উদ্দেশ্য এটা প্রমাণ করা যে, মহিলারা সব করতে পারেন৷


এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন সেই দেশেরই এক মহিলা ট্রাক ড্রাইভার। নাম জুলি ফিগুইরো। তবে জুলি যে সে ট্রাক ড্রাইভার নন, তাঁর সৌন্দর্যের আগুনে পুড়ে ছাই সে দেশের বহু পুরুষের মন। তাঁর নিতম্বও আকৃষ্ট করে ব্রাজিলের মন শক্ত করে রাখা তাবড় তাবড় পুরুষকে।।


ব্রাজিলের সাও পাওলোতে অগস্ট মাসে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই ওয়েবসাইটে জনগণের ভোট এবং জনপ্রিয়তার নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন জুলি।


কিন্তু হঠাৎ ট্রাক চালানো ছেড়ে কেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলেন? তিনি জানিয়েছেন, যখনই তিনি ট্রাকে জিনিসপত্র বোঝাই করতে বা নামাতে যেতেন তখনই সংস্থায় কাজ করা সকলে তাঁর পোশাকের দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন।


সংস্থার তরফ থেকে জুলিকে এ-ও বলা হয় যে, তিনি এই ধরনের খোলামেলা পোশাক পরে এলে তাঁর পক্ষে কাজ করা সম্ভব হবে না।


জুলির দাবি, রাস্তায় পুরুষ ট্রাক চালকেরা খালি গায়ে ট্রাক চালালে সেটা নিয়ে আপত্তি না থাকলেও মহিলাদের খোলামেলা পোশাকের জন্য খারাপ নজর এবং কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়।


খোলামেলা পোশাক পরলে তাঁর ট্রাক চালাতে সুবিধা হয়। আর সেই কারণেই তিনি খোলামেলা পোশাকেই ট্রাক চালাতে বেশি স্বচ্ছন্দ। কিন্তু খোলামেলা পোশাক পরে ট্রাক চালালে তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেখা হয়। এমনটাই জানান জুলি।


জুলি জানান সংস্থার হুমকির মুখে পড়ে তিনি শরীর ঢাকা পোশাক পরেও কিছুদিন ট্রাক চালান। কিন্তু অতিরিক্ত গরমে তাঁর শরীর খারাপ হয়ে গিয়েছিল বলেও তিনি জানিয়েছেন।


তবে এক জন মহিলার জন্য পেশা হিসাবে ট্রাক চালানো বেছে নেওয়া কতটা চ্যালেঞ্জিং? উত্তর দেন জুলি নিজেই।


জুলি জানান, রাস্তাঘাটে শৌচালয়ে যাওয়ার দরকার পড়লে পুরুষদের মতো মহিলারা যেখানে সেখানে যেতে পারেন না। জুলি এক বার চাপের মুখে পড়ে পুরুষ শৌচালয়ে প্রবেশ করতে বাধ্য হন৷


মহিলা ট্রাকচালক হিসাবে কাজ করার সময় বিভিন্ন বিপদের আশঙ্কাও থাকে। বিভিন্ন পরিস্থিতিতে তিনি ভয় পেলেও তাঁকে মন শক্ত করে রাখতে হয়েছে। তবে তিনি কখনও সেরকম কোনও বিপদের মুখে পড়েননি বলেও জানিয়েছেন জুলি।


তবে ধীরে ধীরে পেশা বদলানোর কথা ভাবছিলেন জুলি। তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর নিতম্ব খুবই আকর্ষণীয়। তাঁর নিতম্ব ১১৪ সেন্টিমিটারের। তাই ট্রাক চালানোর পাশাপাশি সময় বের করে নিতম্ব প্রদর্শন করা বহু ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন। এর ফলে খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠেন জুলি। ইনস্টাগ্রামে প্রায় ১৭ হাজার ফলোয়ার লাভ করেন তিনি।


জনপ্রিয়তার জেরে মডেল হিসেবেও অনেক কাজের সুযোগ পান জুলি। এর পরই সিদ্ধান্ত নেন মিস বামবাম-২০২২ এ অংশ নেওয়ার। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিতও হন। জুলি এই প্রতিযোগিতায় রিও গ্র্যান্ডে ডো সুলে-র হয়ে প্রতিনিধিত্ব করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.