প্রজাপতির পিছে ছুটছে খুদে পেঙ্গুইনের দল!


 

ODD বাংলা ডেস্ক: এরই মধ্যে ৪ লাখ বার দেখা হয়ে গিয়েছে ভিডিওটি। সবুজ ঘাসের ঢালু জমিতে লাফালাফি করে ছুটছে একদল পেঙ্গুইন। তাদের সামনে ফুরফুর করে উড়ে চলে যাচ্ছে সাদা রঙের এক খানা প্রজাপতি।

এমনিতে প্রজাপতির পিছনে প্রায়শই মানবশিশুদের দৌড়তে দেখা যায়। কিন্তু এভাবে পেঙ্গুইনদের দৌড়নোর দৃশ্য চোখে পড়েনি। স্বাভাবিক ভাবেই ভিডিয়োটি নেট মাধ্যমে জেট গতিতে ছড়িয়েছে।


ভিডিয়োটি অ্যান্টার্কটিকার। কারণ পেঙ্গুইন সেখানেই দেখা যায়। তবে এই পেঙ্গুইনগুলি একটু অন্য প্রজাতির। নাম অ্যাডিল পেঙ্গুইন। আকারে বেশ ছোট এই পেঙ্গুইনগুলি নাকি স্বভাবে একটু বেশি ছটফটে। তবে সুযোগ পেলে দল বেঁধে আকারে অনেক বড় সিন্ধুঘোটককেও কাবু করতে পারে।


টুইটারে বিটেঙ্গে বাইডেন নামে একটি প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে প্রায়শই জীব জন্তুর ভিডিও পোস্ট করা হয়। যারা ঐ ভিডিয়ো দেখেছেন, তারা জানিয়েছেন, এমন ভিডিয়ো অল্প দেখে মন ভরে না। তাই ভিডিওটির পরবর্তী অংশও দেখতে চান তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.