চিংড়িতে অ্যালার্জি? এই বর্ষায় বানিয়ে ফেলুন মুরগির মালাইকারি

 


ODD বাংলা ডেস্ক: মালাইকারি বলতে প্রথমেই মনে আসে গলদা চিংড়ির কথা। চিংড়ি দিয়ে মালাইকারি ঘটি-বাঙাল নির্বিশেষে সকলেরই পছন্দের একটি খাবার। তবে মাঝেমাঝে তো স্বাদ বদলের দরকার পড়ে। চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, মালাইকারি বানান মুরগি দিয়ে। রইল প্রণালী।


উপকরণ


মুরগির মাংস: ১ কেজি


নারকেলের দুধ: দুই কাপ


মিষ্টি দই: দুই টেবিল চামচ


আদা বাটা: এক চা চামচ


রসুন বাটা: এক চা চামচ


কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ


পেঁয়াজ বাটা: দুই টেবিল চামচ


কাজুবাদাম বাটা: এক টেবিল চামচ


দারচিনি: দুই টুকরো


এলাচ: চারটি


ডিম: একটি


ময়দা: এক টেবিল চামচ


ঘি: এক টেবিল চামচ


নুন: পরিমাণ মতো


তেল: প্রয়োজন মতো


বাদামকুচি: এক চা চামচ


মাংসর টুকরোগুলি ধুয়ে ভাল করে জল ঝরিয়ে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন।


এ বার কড়াইয়ে অল্প ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন।


ওই কড়াইয়ে পেস্তা, দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির মালাইকারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.