রাশি অনুযায়ী আপনার ভাল এবং খারাপ দিক কোনগুলি
ODD বাংলা ডেস্ক: প্রত্যেকটা মানুষের মধ্যে ভাল এবং খারাপ গুণ মেশানো থাকে। ভাল গুণ যেমন খুব তাড়াতাড়ি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক সে রকম খারাপ গুণগুলোকেও আড়াল করে রাখা যায় না। রাশি অনুযায়ী জ্যোতিষের মাধ্যমে আমরা সেই গুণের কথা জানতে পারি। দেখে নেব কোন রাশি কী ভাল এবং কী খারাপ গুণের অধিকারী।
মেষ– এঁরা জীবনে খুবই আশাবাদী হয়ে থাকেন। কিন্তু অল্পে রেগে যাওয়া স্বভাব এঁদের ক্ষতি ডেকে আনে।
বৃষ– এঁরা ভালবাসার মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে পারেন। কিন্তু নিজেকে বেশি সময় দিতে পছন্দ করেন। এর ফলে এঁরা অনেকের কাছে খারাপ হন।
মিথুন– এঁরা সব বিষয়ে খুব উদ্যোগী এবং খুব সামাজিক। কিন্তু এঁরা সমালোচনা করতে খুব পছন্দ করেন।
কর্কট– এঁরা সব দিক থেকে খুবই ভাল গুণের অধিকারী হন। কিন্তু এঁদের অতিরিক্ত আবেগ অনেক সময় অন্যদের বিব্রত করে।
সিংহ– এঁরা বিপদে সকলকে সাহায্য করতে এগিয়ে যান এবং সকলের পাশে থাকেন। কিন্তু এঁদের অত্যন্ত ভাবাবেগ অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
কন্যা– এঁরা খুব পরিশ্রমী। বিভিন্ন কাজে এঁদের আদর্শ হিসাবে ধরা হয়। কিন্তু নিজেকে নিয়ে খুব বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন এঁরা।
তুলা– এঁরা খুবই ন্যায়পরায়ণ হন এবং অন্যকে ভাল বুদ্ধি দিতে পারেন। কিন্তু অনেক সময় নিজে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হন।
বৃশ্চিক– এঁরা নিজের সম্বন্ধে খুব আগ্রহী এবং অন্যের ওপর প্রভাব বিস্তারে খুব পটু হন। কিন্তু খুব দ্রুত রেগে যাওয়া এই রাশির খুবই খারাপ গুণ।
ধনু– এঁরা খুবই সাহসী হন। অন্যদের থেকে একটু আলাদা হন এঁরা। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে এঁরা অপারগ।
মকর– এঁরা জীবনে সাফল্য পান এবং সকলের খুব প্রিয় হন। কিন্তু নিজের বিষয় একটু বেশি উদাসীন হন বলে সকলে এঁদের সুযোগ নেন।
কুম্ভ– এঁরা খুবই সৃজনশীল হন। কিন্তু এঁদের একগুঁয়ে স্বভাব এঁদের অনেক পিছনে টেনে রাখে।
মীন– এঁরা কল্পনার জগতে ভেসে থাকতে পছন্দ করেন। কিন্তু অত্যন্ত আবেগ এঁদের জীবনে সমস্যা ডেকে আনে।
Post a Comment