ছাতার দাম ১ লক্ষ টাকা, তবুও আটকায় না বৃষ্টি!


ODD বাংলা ডেস্ক: একটি ছাতার দাম নাকি লক্ষাধিক টাকা!কিন্তু বৃষ্টির দিনে এ ছাতা ব্যবহারে কোনো লাভ না থাকায় অনেকেই চটেছেন এ দামি ছাতার ওপর। বেশি টাকা খরচ করেও রোদ ও বৃষ্টি উভয় সময় ছাতা ব্যবহার করার সুবিধা না থাকায় তোপের মুখে পড়েছে ফ্যাশন সংস্থা।

আকাশছোঁয়া দামের এই ছাতাটি এনেছে বিখ্যাত ফ্যাশন সংস্থা গুচ্চি ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। যৌথভাবে ছাতাটি প্রস্তুত করে এ দামি ছাতা চিনের বাজারে ছাড়া হলে ফ্যাশনপ্রিয় মানুষের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এমন দামি ছাতা প্রয়োজনে কোনও কাজে আসবে না। ছাতাটি দেখে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এটি সস্তা জনপ্রিয়তা লাভের কৌশল। আবার কেউ বলছেন, পুঁজিবাদের নগ্ন প্রদর্শন। এই সব নেতিবাচক কমেন্টের কারণে শেষ পর্যন্ত পণ্যটি থেকে ছাতা শব্দটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.