মদের দোকানে বিদ্রোহ! এক তাল গোবর ছুঁড়ে মারলেন উমা ভারতী


ODD বাংলা ডেস্ক: ফের শিরোনামে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। এ বার একটি মদের দোকানে গোবর ছুঁড়ে মারলেন তিনি। প্রসঙ্গত, গত মার্চে ভোপালের একটি মদের দোকানে ঢুকে পাথর ছুড়ে বোতল ভেঙেছিলেন উমা। 

আদতে কী ঘটেছে? ভোপাল থেকে ৩৩০ কিলোমিটার দূরে, মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার তীর্থস্থান উর্চা। সেখানেই রয়েছে রাম রাজা মন্দির। ওই এলাকায় একটি মদের দোকানে গোবর ছুড়ে প্রতিবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর একাধিক টুইটে উমা দাবি করেন, দোকানটি যে জায়গায় রয়েছে, সেখানে মদের দোকান করার অনুমতি নেই। এ ছাড়া পবিত্র শহর উর্চায় মদের দোকান করা একটি অপরাধ বলেও দাবি তাঁর। যদিও পুলিশ জানিয়েছে, দোকানটির প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, উমা গোরবের তাল ছুড়ছেন মদের দোকান লক্ষ্য করে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘দেখুন, আমি কিন্তু এ বার আর পাথর ছুড়লাম না। এ বার আমি গোবর ছুড়লাম।’’ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.