মেটার ভিআর প্লাটফর্মে যৌন হয়রানির শিকার গবেষকের এভাটার

 


ODD বাংলা ডেস্ক: মেটার ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্ম হরাইজন ওয়ার্ল্ডসের ২১ বছর বয়সী এক গবেষকের এভাটারকে যৌন হয়রানি করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পেইনাররা।


ডিজিটাল অধিকারকর্মীদের সংগঠন 'সামঅফআস' এ কর্মরত ওই গবেষক বলছেন, মেটাভার্সে ক্ষতিকর ঘটনা কমিয়ে আনতে মেটার আরও ভালো পরিকল্পনা প্রয়োজন।  


গত বুধবার কোম্পানিটির বার্ষিক শেয়ার হোল্ডার সম্মেলনে  মেটাভার্সে মানবাধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি ও সম্ভাব্য বিরূপ প্রভাব তদন্ত করে দেখার প্রস্তাব দেয় সামঅফআস।


তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মেটার শেয়ার মালিকরা।


মেটার পক্ষ থেকে দাবি করা হয়, ব্যবহারকারীদের 'ইতিবাচক অভিজ্ঞতা' দিতে হরাইজন ওয়ার্ল্ডসের ইতোমধ্যে কিছু নিরাপত্তা টুল আছে।


তবে, সামঅফআসের পুরো গবেষণা প্রতিবেদন মেটা দেখেনি বলে বিবিসিকে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র। 


বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা এই ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মটি ব্যবহার করতে পারছেন। প্লাটফর্মটির এভাটারদের অবয়ব সাদামাটা, কার্টুনের মতো দেখতে। 


ফুটেজটিতে দেখা যায়, ওই গবেষকের এভাটারের সামনে রুমে আরও দুজন পুরুষ মানুষের এভাটার। একজন ওই নারীর দিকে একদিকে তাকিয়ে ছিল, একই সময় আরেকজন তার দিকে এগিয়ে যাচ্ছিল, এরপর দুজন মিলে তার দিকে বিভিন্ন অশ্লীল মন্তব্য ছুড়ে দেওয়া শুরু করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.