প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে


ODD বাংলা ডেস্ক: আজ, শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ। গত ১৬ মার্চ শেষ হওয়ার ঠিক তিন মাসের মধ্যেই ফল ঘোষণা। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯। ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করে। 

এ বারের মাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও। মাধ্যমিকে যৌথভাবে প্রথম দুই ছাত্র।বাঁকুড়া থেকে প্রথম অর্ণব গড়াই।পূর্ব বর্ধমান থেকে প্রথম রৌণক মন্ডল।দ্বিতীয় স্থানে মালদা থেকে কৌশিকী সরকার।দ্বিতীয় স্থানে ঘাটালের রৌণক মন্ডল।তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুরের দেবিকা প্রধান।

সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে রেজাল্ট। উল্লেখ্য, কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় অফলাইনে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাধ্যমিক দিয়েছেন পরীক্ষার্থীরা।

কোন কোন ওয়েবসাইটে মিলবে ফলাফল?
  • www.wbbse.wb.gov.in
  • wbresults.nic.in
  • www.exametc.com
  • www.fastresults.in
  • www.schools9.com
  • www.resultsshiksha
  • www.indiaresults.com

কোথায় কোথায় দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট?

1) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।
2) ক্লিক করতে হবে 'WBBSE class 10th Results' লিঙ্কে ।
3) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
4) 'Submit'-এ ক্লিক করতে হবে।
5) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
6) ভবিষ্যতের জন্য এখান থেকেই একটা প্রিন্টআউট বের করে নেওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.