আরও বাড়ল স্কুলের গরমের ছুটি!
ODD বাংলা ডেস্ক: আরও বাড়ল গরমের ছুটি। আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের শিক্ষা দফতর। এর আগে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছিল। তীব্র গরমের জেরে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার জন্য শিক্ষা দফতরকে অনুরোধ করে মুখ্যমন্ত্রী। যার ফলে এগিয়ে আনা হয় গ্রীষ্মের ছুটি। গত রবিবার গরমের ছুটি আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।
এর আগে প্রবল গ্রীষ্মের কারণেই স্কুলগুলোতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। স্কুল খোলার সময় এগিয়ে এলেও, দক্ষিণবঙ্গে বর্ষার এখনও দেখা নেই। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে প্রবল গরমে হাঁসফাঁস মানুষ। এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিপং জেলা বাদে রাজ্যের বাকি সব জেলাতেই গরমের ছুটির মেয়াদ বাড়ানো হবে। পাহাড়ি জেলাগুলির স্কুলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বর্তমান শিক্ষাসূচিই মেনে চলা হবে।
Post a Comment