নিয়ম ভাঙলে ফের বন্ধ হবে স্কুল!


ODD বাংলা ডেস্ক: আজ, সোমবার থেকে খুলছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। দীর্ঘ ৫৬ দিনের বিরতির পর যখন স্কুল খুলছে এমন সময়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। দেশ ও রাজ্যে রোগী বা সংক্রামিতের সংখ্যা ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে করোনা বিধি পালন করে স্কুল চালানো মূল চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় স্কুল ফের বন্ধ হয়ে যাওয়ার 'ভয়'-কেই কার্যত হাতিয়ার করছে কর্তৃপক্ষ।

মার্চের শেষে মাসে করোনার সংক্রমণ মোটামুটি তলানিতে এসে ঠেকেছিল। মে মাস পর্যন্ত মোটামোটি সব ঠিকই ছিল। তখন থেকেই করোনা  বিধি কার্যত শিকেয়ে উঠেছে। এখনও কলকাতার রাস্তায় অধিকাংশের মুখে মাস্ক থাকছে না। সেই জন্য পড়ুয়ারাও করোনার বিধি মানার অভ্যাস আদৌ বজায় রেখেছে কি না, স্কুল কর্তৃপক্ষ চিন্তিত তা নিয়ে। তাই করোনা বাড়লে স্কুল ফের বন্ধ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে পড়ুয়াদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদেরও করোনা বিধি মেলে চলার কথা বলছেন। বহু স্কুলের গেটে দীঘদিন পর ফিরে আসছে শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়ে ক্যাম্পাসে ঢোকার রীতি।

কলকাতার কয়েকটি বেসরকারি স্কুল ইতিমধ্যেই খুলেছে। সংক্রমণ বৃদ্ধির সতর্কতা দেওয়া হচ্ছে সেই সব স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কঠোর হচ্ছে শিথিল হয়ে যাওয়া নানা করোনা বিধি। রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপ্যাল সুজয় বিশ্বাস জানাচ্ছেন, আজ, সোমবার থেকেই ক্যাম্পাসে ঢোকার আগে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মেপে দেখার নিয়ম ফেরানো হচ্ছে। ফিউচার ফাউন্ডেশন স্কুলে টিফিন ভাগ করে আপাতত না-খাওয়া, একটু দূরে দূরে থাকার মতো করোনাকালের পুরোনো পরামর্শগুলি ফিরে এসেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.