এসে গেল বর্ষা! দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা ঢুকছে বাংলায়। উত্তরবঙ্গে শুক্রবারের মধ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও দু’দিন। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আর্দ্রতা জনিত অস্বস্তি। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে।বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষার প্রবেশ হবে বাংলায়।
আগামী দু'দিনে বর্ষা উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবেশ করবে। অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কর্ণাটক এবং তামিলনাডুর আরও কিছু অংশ এবং কোঙ্কন ও গোয়াতে প্রবেশ করবে আগামী দু'দিনে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ বাকি দেশের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
Post a Comment