আজই বাংলায় প্রবেশ বর্ষার, ঝাপিয়ে নামবে বৃষ্টি


ODD বাংলা ডেস্ক:
সকাল থেকেই আকাশের মুখভার। তবে কি বেলা বাড়ার সঙ্গেই ঝাপিয়ে নামবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং আংশিক ভাবে সমতলের কিছু এলাকায় শুক্রবার মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আজ কলকাতায় রোদের দেখা পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে। দিনভর আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প এবং সক্রিয় দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে বিক্ষিপ্তভাবে দিনভর সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। রোদের তেজ না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন উঠছিল, কবে হবে বৃষ্টিপাত? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি।

এদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এর ফলে শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক দফায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে না বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.