'বিয়ের পর বদলে গেছে রণবীর', এ কি বললেন নীতু সিং!


ODD বাংলা ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সম্প্রতিই গাঁটছড়া বেঁধেছেন রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে এই অভিনেতার মা অভিনেত্রী নীতু সিং জানিয়েছেন, বিয়ের পরে বদলে গেছেন তার ছেলে। তবে তা ইতিবাচক পরিবর্তন।

বর্তমানে ‘যুগ যুগ জিও’ ছবির প্রচারে ব্যস্ত নীতু। এর জন্যই এক টি  সাক্ষাৎকারে অংশ নিয়ে রণবীর প্রসঙ্গে নীতু বলেন, ‘আমি আজ খুবই খুশি। আলিয়া তাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি রণবীরের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। দু’জনকে একসঙ্গে দেখে খুব আনন্দ হয়। আলিয়া আমাদের পরিবারে আসায় অনেক খুশি হয়েছি। জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমি সন্তুষ্ট। একটা টেনশন হতো— বিয়ে হচ্ছে না, বিয়ে কবে হবে, এখন সেই দুশ্চিন্তা আর নেই।’

অনেকটা পারিবারিকভাবেই রণবীর-আলিয়ার বিয়ে হয়েছে। এ প্রসঙ্গে নীতু বলেন, ‘এটি অনেকের জন্যই দৃষ্টান্ত হতে পারে। বড়সড়ো বিয়ের অনুষ্ঠানের কোনও প্রয়োজন নেই। এমন একটা অনুষ্ঠান প্রয়োজন যেখানে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে আনন্দ করতে পারবেন। তা না করে আমরা তো অন্যদের খুশি করতেই ব্যস্ত হয়ে পড়ি।’

রণবীর-আলিয়ার প্রেমের শুরু ২০১৮ সাল থেকে। এরপর অনেকবারই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায়। সকল জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন বলিউডের আলোচিত এই জুটি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.