World Blood Donor Day হিসেবে কেন বেছে নেওয়া হল ১৪ জুন দিনটি, জেনে নিন নেপথ্যের কাহিনি



 ODD বাংলা ডেস্ক: বিশ্ব জুড়ে পালিত হচ্ছে Blood Donor Day।প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদান দিবস। রক্তদারের গুরুত্ব প্রসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করাই হল World Blood Donor Day পালনের উদ্দেশ্য।ইতিহাস ঘাঁটলে জানা যায়, ২০০৪ সাল থেকে পালিত হচ্ছে দিনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দিনটি স্থির করা হয়।


বিশ্ব জুড়ে পালিত হচ্ছে Blood Donor Day।প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদান দিবস। রক্তদারের গুরুত্ব প্রসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করাই হল World Blood Donor Day পালনের উদ্দেশ্য।ইতিহাস ঘাঁটলে জানা যায়, ২০০৪ সাল থেকে পালিত হচ্ছে দিনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দিনটি স্থির করা হয়।


বিভিন্ন অস্ত্রোপচারের সময়, রোগীর জটিল অসুখের থেকে মুক্তি সময় প্রয়োজন হয় রক্তের। তাই রক্ত দানকে জীবনদানকারী উপাহার হিসেবে বিচার করা হয়। বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তির দুই মাস বা ৫৬ দিনে একবার রক্ত দেওয়া উচিত। এতে একদিকে যেমন তার শরীর সুস্থ থাকবে। তেমনই তার দান করা রক্ত আরও একটি প্রাণ রক্ষা করবে। জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ উদ্দেশ্য নিয়ে ১৪ জুন দিনটিকে রক্তদান দিবস হিসেবে নিশ্চিত করেছে। এর প্রথম কারণ হল, নিরাপদ ট্রান্সফিউশন রক্ত ও রক্তের পণ্যগুলো প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় অবৈতনিক, স্বেচ্ছাসেবী রক্তদাতারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ওপর জোর দেওয়া। জাতীয় রক্ত সঞ্চালন পরিষেবা, রক্তদাতা সংস্থা ও অন্যান্যা বেসরকারী গোষ্ঠীগুলোকে তাদের স্বেচ্ছায় রক্তদাতা কর্মসূচিকে শক্তিশালী ও প্রসারিত করতে সহায়তা করা। 


রক্তদানের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ মানবিকতার দিক। মানবিক ব্যক্তিদের সম্মান জানাতেই প্রতি বছর ১৪ জুন পালন করা হয় এই দিনটি। এই দিবসের সূচনা ২০০৮ সালে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটিকেই সারা বিশ্বব্যাপী রক্তদাতারদের সম্মান জানানোর জন্য বেছে নিয়েছে। জানা গিয়েছে, ৫৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তার্জাতিক ভাবে এই দিবস পালন করা হবে। এর উদ্দেশ্য রক্তদাতাদের সম্মান জানানো। 


এখন প্রশ্ন হল ১৪ জুন তারিখটা কেন বেছে নেওয়া হল Blood Donor Day হিসেবে। জানা যায়, ব্লাড ট্রান্সফিউশিন পন্থার জনক হলেন অস্ট্রিয়ান বায়োলজিস্ট ও ফিজিশিয়ান ল্যাজেস্টেইনার। তিনি প্রথম আবিস্কার করেছিলেন ব্লাড গ্রুপ সিস্টেম। যার কারণে ১৯৩০ সালে তিনি নোবেল সম্মানে ভুষিত হন। তাঁর জন্মদিনকে স্মরণ করতেই প্রতি বছর ১৪ জুন পালিত হয় Blood Donor Day। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর উদ্যোগেই দিনটি স্থির করা হয়েছিল। সেই অনুসারে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে Blood Donor Day। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.