মন্দিরের দশ কিলোমিটারের মধ্যে থাকবে না মদের দোকান! নির্দেশ সরকারের
ODD বাংলা ডেস্ক: মন্দিরের ১০ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকান রাখা যাবে না। এমনটাই নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে অযোধ্যা এবং মথুরার মন্দির সংলগ্ন এলাকায়। এদিকে, ইতিমধ্যেই ওই সমস্ত অঞ্চলের সব মদের দোকানের লাইসেন্স বাতিল করেছে উত্তরপ্রদেশ সরকার। পরিবর্তে মথুরায় দুধের ব্যবসা আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অযোধ্যার রাম মন্দির সংলগ্ন অঞ্চলে বন্ধ করা হয়েছে মদের ব্যবসা। প্রধানত সাধু সন্তদের দাবিতেই এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। সম্প্রতি মন্দির সংলগ্ন এলাকায় মাংস বিক্রি বন্ধ করতে অনুরোধ জানিয়েছিল সাধুদের একাংশ, এর পাশাপাশি মদের দোকানগুলিও বন্ধের দাবি জানান তাঁরা। সেই দাবি বিবেচনা করেই মদের দোকানগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, মন্দির থেকে ১০ কিলোমিটার দূরত্বে কোনও নেশার দ্রব্য বিক্রি করা যাবে না।
প্রসঙ্গত ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মথুরা-বৃন্দাবন এলাকাকে ‘পবিত্র তীর্থস্থান’ বলে ঘোষণা করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এরপরেই ওই অঞ্চলে মাংস এবং মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
Post a Comment