অনিয়ন্ত্রিত যৌনাচারে ছড়াচ্ছে ৯৫% মাঙ্কিপক্স, নয়া গবেষণা রিপোর্টে আতঙ্ক!


ODD বাংলা ডেস্ক: মাঙ্কিপক্সে আক্রান্ত আরও একজনের খোঁজ মিলেছে কেরালায়। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্য়া ৩ জন। সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে উঠে এসেছে যে, অনিয়ন্ত্রিত যৌনাচারের কারণে ৯৫ শতাংশ ক্ষেত্রে মাঙ্কিপক্সের সংক্রমণ ঘটছে। গোটা বিশ্বে মাঙ্কিপক্সের সংক্রমণকে ভয়ংকর স্বীকৃতি দিতে এখনও দ্বিধাবিভক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অবস্থায় বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই রিপোর্ট প্রকাশ করেছেন। চলতি বছরের ২৭ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত একটি সমীক্ষা চালানো হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.