অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে ঠিক কী কী প্রশ্নের উত্তর খুঁজছে ED


ODD বাংলা ডেস্ক: SSC শিক্ষক নিয়োগে অনিয়ম ঘিরে শুক্রবার ED তল্লাশিতে কেঁচো খুঁড়তে কেউটে। ডায়মন্ড সিটিতে মডেল-অভিনেত্রী এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি টাকা, লাখ লাখ টাকার বিদেশি মুদ্রা ও গয়না। উদ্ধার সম্পত্তির বহু দলিল। টানা একদিন জেরা শেষে শনিবার সন্ধেয় গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়-কে। তদন্তকারীদের সন্দেহ, শিক্ষক থেকে গ্রুপ সি গ্রুপ ডি পদে “চাকরি বিক্রি” করে হাতানো টাকার কিছু অংশ অর্পিতার কাছে গচ্ছিত ছিল। এখন ED যে যে প্রশ্নের উত্তর খুঁজছে তা হল-
  • সেই টাকা নির্দিষ্ট ভাবে কোথা থেকে এনে কাদের মাধ্যমে ওই ফ্ল্যাটে গচ্ছিত রাখা হয়েছিল?
  • একই ভাবে অন্য কোথাও টাকা গচ্ছিত রাখা হয়েছে কিনা তাও অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে জানতে চায় ইডি?
  • অর্পিতার নামে যে সাতটি দলিল মিলেছে সেই সম্পতি কোন টাকায় কেনা হয়েছে?
  • অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে ২২ টি মোবাইল ব্যবহার হয়েছে সেগুলি দিয়ে কী কী কাজ করা হতো?
  • ইডির অভিযোগ, ষড়যন্ত্র করে চাকরি বিক্রি করা হয়েছে । যে কাজে সক্রিয় যোগ মিলেছে অর্পিতার। সেই টাকা আর কোথায় কোথায় পাচার হয়েছে? তার সঙ্গে আর কারা কারা জড়িত ?
  • এছাড়া ইডি সূত্রে খবর, অর্পিতার নামে একাধিক কোম্পানি রয়েছে। সেগুলি ভুয়ো কোম্পানি বলে অনুমান। ভুয়ো কোম্পানি খুলে টাকা পাচার করা হয়েছে বলে অনুমান। কার নির্দেশ খোলা হয়েছে সেগুলি?
  • বেআইনিভাবে হাতানো টাকা দিয়ে আর কোথায় কোথায় কী সম্পত্তি কেনা হয়েছে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.