কেরলে মিলল সোয়াইন ফ্লুয়ের হদিশ, ৩০০ শূকর মারার নির্দেশ


ODD বাংলা ডেস্ক:  কেরালার ওয়ানাড়ের মানানথাবাদিতে দুটি খামারে শূকরের  শরীরে সোয়াইন ফ্লু ধরা পড়েছে। ভোপালের ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি এনিমেল ডিজিসেস শূকরের নমুনা পরীক্ষা করে দুটি খামারে সোয়াইন ফ্লু সংক্রমণের প্রমাণ পেয়েছে।

অ্যানিমেল হাজবেন্ডারি বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, দলের একটি শূকর অস্বাভাবিকভাবে মারা যাওয়ার পর নমুনা পাঠানো হয়েছিল।সেই নমুনা পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়ে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, এখন পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে যে, ওই খামারে সোয়াইন ফ্লু ছড়িয়েছে। দ্বিতীয় আরেকটি খামারে ৩০০ শূকর মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রোগ যেন ছড়িয়ে যেতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.