‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...’ পাহাড়ের গান এবার কলকাতায়
ODD বাংলা ডেস্ক: ‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...৷’ পাহাড়ের এই গান বাজছে এবার কলকাতায়। ২১ জুলাই উপলক্ষ্যে যারা পাহাড় থেকে কলকাতায় এসেছেন তারাই বাজাচ্ছেন এই গান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গান উপহার দিয়েছিলেন জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা । সম্প্রতি জিটিএ নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপার প্রচারে দলের পক্ষ থেকে একটি গান তৈরি করা হয়েছিল। যে গানে ছিল, হামরো অনিত, তিমিরো অনিত, সপাইকো অনিত।
Post a Comment