অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ গেলে বারুইপুরের ছাত্রীর, বিশ্বাসই করছেন
ODD বাংলা ডেস্ক: অমরনাথের মেঘভাঙা বৃষ্টি কেড়ে নিল প্রাণ। বারুইপুরের মেয়ে বর্ষা বাড়ি ফিরল কফিনবন্দি অবস্থায়৷ সোমবারই তাঁর শেষকৃত্য হওয়ার কথা৷ পাড়ার মিশুকে মেধাবী মেয়েটা আর নেই, সেটা কেউ ভাবতেই পারছেন না। বারুইপুরের চক্রবর্তী পাড়া থেকে সাত যাত্রী অমরনাথ দর্শনে গিয়েছিলেন৷ অমরনাথে দর্শনও ভালোভাবেই সম্পন্ন হয়৷ ৮ তারিখই অমরনাথ দর্শন হয়েছিল বর্ষারও। এরপর কাশ্মীর ঘুরে আগামী ১৬ জুলাই কলকাতায় ফেরার কথা ছিল বর্ষার।কিন্তু মুহূর্তের মধ্যে সব শেষ।
Post a Comment