রেড অ্যান্ড হোয়াইট চেকে সিজলিং হট অনন্যা! দেখে নিন ছবি
ODD বাংলা ডেস্ক: এই মুহূর্তে বলিউডের অন্যতম হট এন্ড হ্যাপেনিং অভিনেত্রী অনন্যা পান্ডে। তিনি তাঁর স্লিম সেক্সি ফিগার ও ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে সবার মাঝে নজর কেরেছেন। লাইগারের প্রমোশনে নিত্যনতুন ফ্যাশন আউটফিতে ধরা দিয়ে লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।
এই মুহূর্তে বলিউডের অন্যতম হট এন্ড হ্যাপেনিং অভিনেত্রী অনন্যা পান্ডে। তিনি তাঁর স্লিম সেক্সি ফিগার ও ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে সবার মাঝে নজর কেরেছেন। লাইগারের প্রমোশনে নিত্যনতুন ফ্যাশন আউটফিতে ধরা দিয়ে লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।সম্প্রতি লাইগার-এর প্রমোশনে অভিনেত্রীকে লাল সাদা চেক টু পিসে দেখা গেল, লাল-সাদা চেক ডিজাইনের ট্রাউজার সঙ্গে ম্যাচিং একইরকম জ্যাকেট এবং একইরকম ব্রালেট পড়েছেন অভিনেত্রী। পোশাকটি দিব্যি মানিয়েছে অনন্যার স্লিম-টোনড সেক্সি ফিগারে।
পোশাকের সঙ্গে এক্সেসরিজ বলতে সিলভার হুপ ইয়ারিং পড়েছেন অভিনেত্রী, চুল খোলাই রেখেছেন, মেকআপ বলতে খুব অল্প, জাস্ট হালকা লিপস্টিক আর ঘন আইলাইনার, হাতে একটি স্টেটমেন্ট ম্যাচিং রিং, আর তাতেই বাজিমাত করেছেন এই সুন্দরী।
এর আগেও অনন্যার ফ্যাশন সেন্স সম্পর্কে অনেক চর্চা হয়েছে, তাঁর ইউনিক স্টাইল স্টেটমেন্ট সবাইকে মুগ্ধ করেছে। এর আগে লাইগারের ট্রেলার লঞ্চের দিন একটি বোল্ড ব্ল্যাক সেক্সি আউটফিটে দেখা গিয়েছিল অনন্যাকে।
এই মুহূর্তে বলিউডের অন্যতম হট এন্ড হ্যাপেনিং অভিনেত্রী অনন্য পান্ডে। তিনি তাঁর স্লিম সেক্সি ফিগার ও ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে সবার মাঝে নজর কেরেছেন। লাইগারের প্রমোশনে নিত্যনতুন ফ্যাশন আউটফিতে ধরা দিয়ে লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।কফি উইথ করণের চতুর্থ এপিসোড সহ অভিনেতা বিজয় ডেভেরাকোন্ডার সঙ্গে এসেছিলেন অনন্য, একটি লাইম গ্রীন রঙের শর্ট অফ শোল্ডার ওয়ান-পিসে দেখা যায় অভিনেত্রীকে।
অভিনেত্রীর যে কোনো লুকই সমান চর্চার বিষয় হয়ে দাঁড়ায়,এর আগেও অভিনেত্রী জনপ্রিয় আমেরিকান মডেল কেন্ডাল জেনার মেটগালা অনুপ্রাণিত ফ্লোর-লেন্থ গাউন পড়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।তিনি তাঁর স্লিম সেক্সি ফিগার ও ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে সবার মাঝে নজর কেরেছেন
২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে লীগের, এই ছবিতে প্রথমবার অনন্য ও বিজয় দেবেরাকোন্ডা জুটিকে দেখা যাবে। বিজয় এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন ছবিটির প্রযোজনা করেছে করণ জোহর তথা ধর্মা প্রোডাকশন। ছবিটির নির্দেশনা দিয়েছেন পুরী জগন্নাথ।
সম্প্রতি লাইগার- পোশাকটি দিব্যি মানিয়েছে অনন্যার স্লিম-টোনড সেক্সি ফিগারে।অনন্যার প্রথম বলিউড ছবি ছিল স্টুডেন্ট ইফ দ্য ইয়ার টু, এই ছবিতে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন। এরপর তাঁকে কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকরের সঙ্গে পতি 'পত্নী অউর ভো'-তে দেখা যায়।
এই মুহূর্তে বলিউডের অন্যতম হট এন্ড হ্যাপেনিং অভিনেত্রী অনন্য পান্ডে। তিনি তাঁর স্লিম সেক্সি ফিগার ও ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট আলাদা করে সবার মাঝে নজর কেরেছেন। লাইগারের প্রমোশনে নিত্যনতুন ফ্যাশন আউটফিতে ধরা দিয়ে লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।স্টুডেন্ট অফ দ্য ইয়ার ও পতি পত্নী ঔর ভো-এর জন্য অভিনেত্রী, 'বেস্ট ফিমেল ডিবেট' এওয়ার্ড পেয়েছেন। এরপর ২০২০তে ঈশান কট্টরের সঙ্গে খালি পিলি ছবিতে অভিনয় করেছেন। দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদি সঙ্গে সম্প্রতি তাঁকে 'গেহেরাইয়া' রোম্যান্টিক ড্রামায় অভিনয় করতে দেখা গেছে।
এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি লাইগার, যেখানে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। এই ছবিটির মাধ্যমে প্রথমবার বিনয় বলিউড ছবিতে পা রাখতে চলেছেন। ২৫ অগাস্ট মুক্তি পাবে ছবি।অনন্যার প্রথম বলিউড ছবি ছিল স্টুডেন্ট ইফ দ্য ইয়ার টু, এই ছবিতে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন।
এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি লাইগার, যেখানে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। এই ছবিটির মাধ্যমে প্রথমবার বিনয় বলিউড ছবিতে পা রাখতে চলেছেন। ২৫ অগাস্ট মুক্তি পাবে ছবি। অনন্যার হাতে এখন পর পর কাজ রয়েছে,এরপর শোনা যাচ্ছে, 'খো গেয়ে হাম কাহা' ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদি ও আদর্শ গৌরবের সঙ্গে দেখায় যাবে অনন্যাকে।
Post a Comment