পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অর্পিতাকে আটক করল ED


ODD বাংলা ডেস্ক: ১৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর শনিবার সকালে আটক করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, এনফোর্সমেন্ট দফতরে নিয়ে যাওয়া হবে তাঁকেও। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় পুলিস বাহিনী। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। আজকেই তাঁকে আদালতে পেশ করবে তদন্তকারী অফিসাররা। রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর তিনটে ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয়েছে। ইডি সূত্রের খবর অর্পিতা মুখোপাধ্যায়ের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.