ক্রমশ ছড়াচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু, অসমের ঘটনায় বাড়ছে আতঙ্ক!


ODD বাংলা ডেস্ক: উত্তর-পূর্ব ভারতে বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভারের ঘটনা। এবার অসমেও ধরা পড়ল এই ভাইরাস। জানা গিয়েছে, ডিব্রুগড়ের ভোগালি পাথার গ্রামে একটি শূকরের শরীরে পজিটিভ ভাইরাস পাওয়া গিয়েছে। সেখানকার পশুপালন ও পশুচিকিৎসা সংক্রান্ত অফিসার হিমান্দু বিকাশ বড়ুয়া জানিয়েছেন ইতিমধ্যেই শূকর নিধন শুরু হয়েছে এলাকায়।তবে বিশেষজ্ঞরা আশ্বাস দিয়েছেন, এই ভাইরাস মানবদেহে সংক্রমণ হতে পারে না। তবে শূকরদের মধ্যে ব্যাপক হারে ছড়ায় আফ্রিকান সোয়াইন ফিভার।
assam-is-the-latest-state-to-report-african-swine-fever-in-pig

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.