ঘুমনোর আগে মাথার পাশ থেকে সরান এই ৫, না হলে আর্থিক টানাটানি থাকবেই

 


ODD বাংলা ডেস্ক: অনেক সময় আমরা খাটে বসে ল্যাপটপে কাজ করতে করতে বা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে সেগুলো বালিশের পাশে রেখেই শুয়ে ঘুমিয়ে পড়ি। Vastu Tips অনুসারে এগুলো কিন্তু করা একেবারেই উচিত নয়। অনেক সময় দেখবেন বাড়ির বড়রা আমাদের কোনও কোনও জিনিস মাথার কাছে রেখে ঘুমোতে বারণ করেন। বড়দের কথা অনেক সময় আমরা শুনিনা, কিন্তু জেনে রাখুন এই ক্ষেত্রে তাঁরা কিন্তু একদম সত্যি কথাই বলে থাকেন।


বাস্তুশাস্ত্র অনুসারে ঘুমনোর সময় মাথার কাছে কোনও কোনও জিনিস রাখা একদমই উচিত নয়। এর ফলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। আর এই নেগেটিভ এনার্জির প্রভাবে আমাদের জীবনে আর্থিক সংকট কোনও দিন পিছু ছাড়ে না। পেশাগত জীবন এবং সম্পত্তির ক্ষেত্রেও এই জিনিসগুলি মাথার কাছে রেখে ঘুমনো ক্ষতিকর হতে পারে। দেখে নিন বাস্তু অনুসারে মাথার কাছে কোন কোন জিনিস রেখে ঘুমনো একেবারেই উচিত নয়।


ওয়ালেট বা পার্স


বাস্তু বলছে ঘুমের সময় মাথার কাছে কোনও দিন ওয়ালেট বা মানিপার্স রাখবেন না। এটা যারা করেন, তাঁদের হাতে কোনও দিন টাকা থাকে না। এঁদের খরচ দিন দিন বেড়েই চলে, সেই অনুপাতে আয় বাড়ে না। তাই শুতে যাওয়ার আগে মানিপার্স আলমারি বা নিরাপদ জায়গায় রেখে দিন।


চেইন বা দড়ি


রাতে ঘুমনোর সময় কখনোও মাথার কাছে চেইন বা দড়ি রাখবেন না। যারা এরকম করেন, তাদের জীবন বারবার বাধার মুখে পড়তে হয়। কেরিয়ারের ক্ষেত্রে এরা বারবার ব্যর্থ হন। এমনকি খুব সহজ কোনও কাজ করতে গিয়েও নানা রকম সমস্যার মুখে পড়েন এরা।


সংবাদপত্র, পত্রিকা বা বই


ঘুমের আগে বই, ম্যাগাজিন বা খবরের কাগজ পড়ার অভ্যেস থাকে অনেকের। পড়তেই পারেন। তবে ঘুমিয়ে পড়ার আগে অবশ্য়ই সেটি বিছানা থেকে সরিয়ে রাখুন। কারণ এগুলি ঘুমের সময় মাথার কাছে থাকলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি বাড়তেই থাকবে। এই ধরনের মানুষরা কোনও দিন জীবনে উন্নতি করতে পারেন না।


জলের বোতল


অনেকেই ঘুমের সময় মাথার কাছে জলের বোতল রেখে দেন। এটা না করাই ভালো। কারণ ঘুমের সময় মাথার কাছে জলের বোতল রাখলে তা জীবনে অশুভ প্রভাব সৃষ্টি করে। এরা সব সময় জীবনে বাধার মুখে পড়েন। মানসিক চাপ কোনও দিন এদের পিছু ছাড়ে না।


বৈদ্যুতিন সামগ্রী


ঘড়ি, ফোন বা ল্যাপটপ মাথার কাছে রেখেই ঘুমিয়ে পড়েন? বাস্তু অনুসারে এই অভ্যেস মোটেও ভালো নয়। এর ফলে ঘুমের মধ্যে আপনার মধ্য নেগেটিভিটির সৃষ্টি হবে। এক কারণে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়, তেমনই জীবনের বিভিন্ন ক্ষেত্রেই অশুভ প্রভাব পড়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.