প্রথম বার মা হতে যাচ্ছেন বিপাশা!
ODD বাংলা ডেস্ক: আলিয়া ভাটের পর এবার মা হতে চলেছেন বিপাশা বসু। বলিউডে কান পাতলে নাকি এ খবরই শোনা যাচ্ছে। তবে বিপাশা বা তার স্বামী করণ সিং গ্রোভার এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
তবে শোনা যাচ্ছে, তা ঘনিষ্ঠমহল সূত্রেই। বলিউড সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর খুব শিগগিরই নাকি বিপাশা ও করণ সবার সঙ্গে শেয়ার করে নেবেন এই সুখবর।
চলতি বছরের মার্চে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে পরিবারের সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছিল বিপাশাকে। নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাক পরেছিলেন তিনি। যা বেশ ঢিলেঢালা ছিল। তার পাশে চলে আসেন করণ সিং গ্রোভার।
তারা দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর রেস্তরার ভিতরে চলে যান। তাদের ওই সময়ের ভিডিও দেখেই অনেকে দাবি করেন, বলিউডের বাঙালি তারকা গর্ভবতী।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা। তবে এখনও পর্যন্ত কোনো সন্তান নেই দু’জনের। এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটনা না ঘটনা, তা অল্প সময়েই প্রকাশ্যে আসবে বলে মনে করছেন অনেকে।
Post a Comment