ভারোত্তলনে একের পর এক পদক ভারতের, রুপো জয় বিন্দারানি দেবীর
ODD বাংলা ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভারতের জয়জয়কার। দ্বিতীয় দিন থেকে একের পর এক বিভাগে দাপট দেখানো শুরু ভারতের। এবার মহিলাদের ভারোত্তলনে রুপো জিতলেন বিন্দারানি দেবী সরখাইবাম। মহিলাদের ৫৫ কেজির বিভাগে তিনি রুপো জিতলেন। মহিলাদের ভারোত্তলন থেকে মীরাবাই চানুর পর এটাই ভারতের দ্বিতীয় পদক। এই নিয়ে কমনওয়েলথ গেমস থেকে ভারত চারটে পদক জয় করল। বর্তমানে পদক তালিকায় ভারতের স্থান অষ্টম। বিন্দারানি দেবীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Post a Comment