এই আশ্চর্য সুন্দর নদীতে ডুব দিলেই হতে হয় কঙ্কাল!

ODD বাংলা ডেস্ক: পৃথিবীর অপরূপ সৌন্দর্যের আরেক নাম নদী। নদী মানে সেখানে মনের আনন্দে সাঁতার কাটা। অনেকের শৈশবের অনেকটা মজার স্মৃতি থাকে নদীকে ঘিরেই। কিন্তু যদি নদীতে ডুব দেয়ার পর ভেসে ওঠে আপনার কঙ্কাল তবে ব্যাপারটা কেমন ভয়ংকর হবে ভেবেছেন কি?  

স্পেনে এমনই একটি ভয়ঙ্কর নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ নদীর জল অত্যন্ত আম্লিক (এসিডিক) (পিএইচ-১.৭-২.৫) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর জলে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.