ঋষভের বিখ্যাত রিভার্স সুইপের রিপিট টেলিকাস্ট! এ কী করলেন জেমস অ্যান্ডারসন?
ODD বাংলা ডেস্ক: শেষ হল এজবাস্টন টেস্টের প্রথম দিনের খেলা। দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে ৩৩৮ রান করেছে। সৌজন্যে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের দুর্দান্ত একটি শতরান। শুক্রবার ১৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিনি ৮৩ রানে অপরাজিত রয়েছেন। আশা করা হচ্ছে, শনিবার দিনের শুরুতেই তিনি বাকী ১৭ রান করে নিজের শতরানটা পূরণ করে ফেলতে পারবেন।
শুক্রবার দিনের শুরুটা ভারতের একেবারেই ভালো হয়নি। মাত্র ৯৮ রানের মধ্যে ভারতের পাঁচটি উইকেট পড়ে যায়। ব্যর্থ হন ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনার শুভমন গিল (১৭) এবং চেতেশ্বর পূজারা (১৩)। তিন নম্বরে ব্যাট করতে নেমে আশা দেখাতে পারেননি হনুমা বিহারী (২০)। বিরাটের ব্যাটেও রানের খরা অব্যাহত (১১)। এছাড়া ১৫ রান করে ফিরে গেলেন শ্রেয়স আইয়ার। তারপর তো ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার জুটি কার্যত বিপক্ষ শিবিরের ত্রাস হয়ে ওঠে। বাকী গল্পটুকু আপনারা সকলেই জানেন।
তবে আপনাদের একটা বিশেষ ঘটনার কথা উল্লেখ করি। হয়ত অনেকেই মিস করে গিয়েছেন। তবে শুক্রবারের ম্যাচেও ঋষভ পন্থের ব্যাট থেকে দেখতে পাওয়া গেল তাঁর একটি অদ্ভুত শট। এই ভিডিয়ো ভাইরাল হতে খুব বেশি একটা সময় লাগেনি।
আসুন তাহলে আপনাদের গোটা বিষয়টা খোলসা করা যাক। তখন একেবারে চরম মেজাজে ব্যাট করছেন ঋষভ। বল করতে এলেন ইংল্যান্ডের বিখ্যাত পেসার জেমস অ্যান্ডারসন। কিছুক্ষণ পরেই ঋষভ স্টেপ আউট করে আচমকাই সোজা একটা শট মারেন। আর সেই শট থেকে বাউন্ডারিও চলে আসে।
এমন শট দেখার পর তো অ্যান্ডারসন হতভম্ব হয়ে যান। কিন্তু, তারপর ঋষভ পন্থ নিজে থেকেই এগিয়ে এসে তাঁকে কিছু একটা বলেন। আর সঙ্গে সঙ্গে হেসে ফেলেন অ্যান্ডারসন। বলা ভালো, টেস্ট ক্রিকেটেও ঋষভ পন্থের সেই টি-২০ মেজাজই দেখতে পাওয়া গেল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড ক্রিকেট দল যখন ভারত সফরে এসেছিল, তখনও অ্যান্ডারসনকে নিশানা করেছিলেন ঋষভ পন্থ। তাঁর বিরুদ্ধে উলটো-পালটা শট খেলে ছন্দটা একেবারে নষ্ট করে দিয়েছিলেন।
মজার ব্যাপার এটাই যে ঋষভ যখন এই শটটা খেললেন, ঠিক তারপরেই টেলিভিশন ক্যামেরায় একটা বাচ্চাকে দেখতে পাওয়া গেল। সে ভেঁপু বাজাচ্ছিল। গত বছর এই ভেঁপু বাজিয়েই ইংল্যান্ড সমর্থকেরা বিরাট কোহলিকে ট্রোল করার চেষ্টা করেছিলেন। তবে ম্যাচ জিতে বিরাটও দেন যোগ্য জবাব। এবার সেই ভেঁপুই যেন অ্যান্ডারসনের ক্ষেত্রে বুমেরাং হয়ে ফিরে এল।
তবে আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই বয়সেও অ্যান্ডারসন লাল বলে যে দাপট দেখাচ্ছেন, তা বহু তরুণ পেসারের কাছেই শিক্ষণীয়। প্রথম দিনের শেষে তিনি ৫২ রানে ৩ উইকেট শিকার করেছেন। শনিবার দিনের প্রথম সেশনে এজবাস্টনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আরও একবার অ্যান্ডারসনের আগুন পেস দেখা যায় কি না, সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।
Post a Comment