বাড়িতে টিকটিকির উৎপাতে থাকতে পারছেন না? এই ঘরোয়া প’দ্ধ’তি ব্যবহারে মি’ল’বে সুফল!
ODD বাংলা ডেস্ক:বাড়ি নতুন হোক বা পুরোনো, টিকটিকির উপদ্রব সব জায়গায়। বারবার নানা উপায়ে ঘর থেকে টিকটিকি তাড়ানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। তবে জানেন কি টিকটিকি খুবই ক্ষতিকর একটি প্রাণী।টিকটিকি কখনও গায়ের ওপর পড়লে সেখানে বিভিন্ন সংক্রমণজনিত রোগ হতে পারে। এমনকি টিকটিকির মলমূত্রও অত্যন্ত ক্ষতিকারক। আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে এসেছি কিভাবে টিকটিকির উপদ্রব থেকে রেহাই পাবেন।
১) টিকটিকি তাড়ানোর জন্য বাজারে যেসব স্প্রে পাওয়া যায় তা কিছুদিনের জন্য টিকটিকি দূর করতে পারলেও দীর্ঘস্থায়ী ফল পাওয়া যায় না। তাই টিকটিকি তাড়াতে বাড়িতে ন্যাপথ্যালিন রাখতে পারেন। ন্যাপথ্যালিনের গন্ধ টিকটিকি একেবারে সহ্য করতে পারে না।
২) ঘরের দেওয়ালে টিকটিকি দেখতে পেলে তার গায়ে ঠান্ডা জল ছিটিয়ে দেখতে পারেন। কারণ সরীসৃপ প্রাণীদের স্নায়ু দুর্বল হওয়ার জন্য এরা ঠান্ডা জল সহ্য করতে পারে না, তাই ঠান্ডা জল গায়ে লাগলে টিকটিকিও সেই দেওয়াল থেকে চম্পট দেবে।
৩) টিকটিকি তাড়ানোর উপায় হিসেবে ফিনাইল ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে।
৪) তামাকের গুঁড়ো পেষ্ট বানিয়ে গোল আকারে রেখে দিলে সেখানে আর টিকটিকি দেখতে পাওয়া যায় না। কারণ তামাক টিকটিকিরা সহ্য করতে পারে না।
৫) ডিমের খোসার উগ্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না, তাই দেওয়ালে ডিমের খোসা ঝুলিয়ে রাখলে টিকটিকি আর আসবে না।
৬) এছাড়া একটি স্প্রে বোতলে গোলমরিচ এবং লঙ্কার গুঁড়ো জলের সাথে মিশিয়ে রেখে দিন। কোনো জায়গায় টিকটিকি দেখতে পেলে সেখানে স্প্রে করুন।
Post a Comment