বানর থেকে মানুষে পরিণত হওয়ার গ’ল্পে নয়া মো’ড়! ১০ লক্ষ বছর পু’রা’নো ছিল আমাদের পূর্বজরা

The untold story of evolution | Evolution | The Guardian 

ODD বাংলা ডেস্ক: নয়া পদ্ধতিতে সামনে এসেছে আরো এক নয়া তথ্য, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। দক্ষিণ আফ্রিকার গুহায় মিলেছে পূর্ব পুরুষদের ফসিল তাঁদের পরীক্ষা-নিরীক্ষা করে বানর থেকে মানুষ হয়ে ওঠার কাহিনীর এক নতুন অধ্যায় সংযোজন হয়েছে। দক্ষিণ আফ্রিকায় মানুষের উৎপত্তি জানতে আরও ১০ লক্ষ বছর পিছিয়ে যেতে হয়।

যিনি পারডু বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ সাইন্সের একজন অধ্যাপকও বটে। তবে গবেষণা পত্রে তিনি গবেষণা করতে গিয়ে যা জানান তাহল দক্ষিণের বানর অস্ট্রালোপিথেকাস, এরা হলো হোমেনিন গোত্রের, যাঁরা এখন প্রায় বিলুপ্ত।

এমনকি এই আজকের আধুনিক মানুষের একেবারে শুরুর দিকে ছিল এঁরা। এই জাতীয় ফসিল পাওয়া গিয়েছে পূর্ব উত্তর মধ্য দক্ষিণ আফ্রিকাতে এদের উচ্চতা ৩ ফুট ৯ ইঞ্চি থেকে ৪ ফুট ১১ ইঞ্চি পর্যন্ত। ওজন প্রায় ৩০ থেকে ৫০ গ্রাম, পুরুষদের ওজন মেয়েদের তুলনায় দ্বিগুণ বলা চলে।

এই হোমিনিসের জীবাশ্ম পাওয়া গিয়েছে জোহানেসবার্গে থেকে ৪০ কিলোমিটার উত্তর পূর্বে চুনাপাথরের গুহায় যেখানে রয়েছে স্টার্কফ্রন্টেইন গুহা, সেখানে পাওয়া একটি ফসিল যার নাম দেয়া হয়েছে মিসেস প্লেস, কারণ তার খুলিটি অনেকটাই সম্পূর্ণ।

পাওয়া গিয়েছিল ১৯৪৭ সালে, তবে নতুন পদ্ধতিতে গবেষণা চালিয়ে যা জানা গেছে পৃথিবীতে হাঁটার সময়টা ৩.৬৭ মিলিয়ন বছর আগে অর্থাৎ স্টার্কফ্রন্টেইনের গুহা আমাদের নিয়ে যাচ্ছে ৩.৪ থেকে ৩.৭ মিলিয়ন বছর আগে।

এর আগে পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার লুসির কথা অনেকেই জানেন হোমিনিনের প্রথমদিকে যারা আবির্ভাব ঘটেছিল এবার তাকেও পিছনে ফেলে দিচ্ছে মিসেস প্লেস এই নতুন গবেষণা বলছে দক্ষিণ আফ্রিকার অস্ত্রাল পিঠে কাজ পূর্ব আফ্রিকার হোমিনের বংশধর নন তাঁরা আসলে দুজনেই সমবয়সী অথবা হতে পারে স্টার ফ্রন্টেইনের গুহার পূর্ব যুগের বয়স অনেকটাই বেশি অর্থাৎ নতুন গবেষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরো নতুন বিতর্ক।

 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.