নদীতে ভেসে বেড়াচ্ছে পাঁচতলা ভবন!
নদীতে ভেসে বেড়াচ্ছে পাঁচতলা একটি ভবন। দেখে মনে হবে স্রোতে ভেসে যাচ্ছে এটি। আর এমন দৃশ্য দেখে অবাকই হতে হয়। অবাক করা এ দৃশ্য দেখা যাচ্ছে চীনের একটি নদীতে।
সামাজিক
যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি ভিডিও আপলোড করতে না করতেই তা ভাইরাল হয়ে
যায়। ১১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করেন মাসিমো নামের এক চীনা নাগরিক।
ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ভবনটির পেছনের অংশে একটি ইঞ্জিন রয়েছে। আর এ ইঞ্জিন দিয়েই ভবনটি নদীতে ভেসে বেড়াচ্ছে।
আসলে
এ ভবনটি একটি ভাসমান রেস্তোরাঁ। চীনের ইয়াংসি নদীতে ভেসে বেড়ানো এ
রেস্তোরাঁর ভিডিও ধারণ করা হয় ২০১৮ সালে। তখন এটি সিজিটিএন নামক একটি সংবাদ
মাধ্যমের ইউটিউবে প্রথম শেয়ার করা হয়। তখন জানা যায় যে, নদীতে দূষণ
ছড়ানোর কারণে ইম্প্রেশন জিয়ানজিং নামের এই রেস্তোরাঁটিকে স্থানান্তরিত করা
হচ্ছে।
এবার টুইটারের কল্যাণে নতুন করে ভাইরাল হলো ভাসমান এ রেস্তারাঁটি।
Post a Comment