অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিল ছাত্র!
অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ছাত্র, ‘আমাকে বিয়ে
করবেন ম্যাম, অনলাইন ক্লাসে ছাত্রের প্রস্তাব’। এ ঘটনার একটি ভিডিও এখন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিক্ষিকা তাঁর ছাত্রকে বলছেন, ‘আমার কথা শোনা যাচ্ছে?’ ছাত্র বলছে হ্যা! ম্যাম শোনা যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষিকা বলেন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো?
তখন এক ছাত্র বলেন, ম্যাডাম আপনি কি বিবাহিত?
শিক্ষিকা বলেন, না।
তখন ছাত্র বলেন, আমি আপনাকে ভালোবাসি ম্যাম!
শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি!
এরপর ছাত্র বলেন, না ম্যাম, আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম?
তখন শিক্ষিকা বলেন, না না। এ সময় পাশ থেকে হাসির শব্দ শোনা যায়। পরে শিক্ষিকা ওই ছাত্রকে মিউট করে দেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা
হয়, ভিডিও দেখে যা মনে হচ্ছে, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেই এই কাণ্ডে
ঘটিয়েছে ওই ছাত্র। সম্ভবত ভারতের কোনো কোচিং সেন্টারের পড়ানোর ভিডিও এটি।
এখন পর্যন্ত ইউটিউবে ভিডিওটি ১ লাখ ৪৫ হাজারেও বেশি ভিউ হয়েছে।
Post a Comment