অফিসে প্রতিদিন ৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক, অর্থও পাবেন কর্মীরা!

অফিসে প্রতিদিন ৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক, অর্থও পাবেন কর্মীরা! | NTV Online 

 অফিসে টানা কাজ করলে ক্লান্তি চলে আসে। এ অবস্থায় অফিসে যদি কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া যেত তাহলে মন্দ হতো না!


কিন্তু, এমন সুযোগ কে দেবে? অফিসে কাজের জন্য বেতন দেওয়া হয়, ঘুমের জন্য নয়। তবে, অবাক করা বিষয় হলেও সত্য অফিসে ঘুমের জন্য সময় দেওয়া হচ্ছে, দেওয়া হবে বেতনও। এমনটাই জানিয়েছে ভারতের ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানি।

ব্যাঙ্গালুরুর এ অফিসে প্রতিদিন ৩০ মিনিট ঘুম বাধ্যতামূলক করা হয়েছে সব কর্মীর জন্য। এ বিষয়ে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। সবাইকে আধঘণ্টা অফিসে ঘুমাতেই হবে। সে ঘুমানোর জন্য টাকাও পাবেন কর্মীরা।

‘ওয়েকফিট সলিউশন’-এর কো-ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে এ নোটিশ জারি করেছেন তাঁর অফিসে। ই-মেইলে মহাকাশ গবেষণা নাসা ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্ধৃতি দিয়ে চৈতন্য রামালিঙ্গেগোয়া বলেন, ঘুম কর্মক্ষমতা উন্নত করে ও শারীরিক দুর্বলতা দূর করে। খবর টাইমস নাউ ও নিউজ১৮-এর।

এ সংক্রান্ত একটি টুইটও করা হয়েছে ওয়েকফিট’র অফিসিয়াল পেজ থেকে। সেখানে প্রতিদিন দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত সব কর্মীকে ঘুমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কোনো কাজ করা যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.