টানা ১৬ বছর অন্তঃসত্ত্বা নারী

ODD বাংলা ডেস্ক: টানা ১৬ বছর কোনো না কোনো সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল, মা হয়েছেন ১১ বার। তবে এবার সত্যিই থামতে চান তিনি।

পেশায় নৃত্যপ্রশিক্ষক আইরিশের সঙ্গে ২০০৫ সালে আলাপ হয় আন্তর্জাতিক নৃত্যশিল্পী করডেলের সঙ্গে। প্রণয় বিবাহের দিকে গড়াতে সময় নেয়নি। বিবাহের কিছু দিন পরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। করডেলের আগে থেকেই এক পুত্রসন্তান ছিল। তারপর একে একে ১১ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

স্থানীয় সংবাদমাধ্যমকে আইরিশ জানান, তিনি করডেলের সন্তান গর্ভে ধারণ করতে ভালোবাসেন। সন্তানধারণ করা তাকে আধ্যাত্মিক উত্তরণের সুখ দেয় বলেও দাবি করেছেন আইরিশ। নিজের মাতৃত্বের অভিজ্ঞতা নেটমাধ্যমে ভাগও করে নিয়েছেন ৩৮ বছর বয়সি আইরিশ।

তবে সন্তানের জন্ম দেওয়া যে সহজ নয়, এ কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। তার ছয় সন্তানের জন্ম হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। তবে কষ্ট হলেও আরো অন্তত এক সন্তান চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছে আর পূরণ হয়নি তার। কৃত্রিম বন্ধ্যত্বের মাধ্যমে সেই ইচ্ছেয় লাগাম টেনেছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.