কব্জির রেখাতেও লেখা আছে ভাগ্যফল! কি অবাক হচ্ছেন তো?
ODD বাংলা ডেস্ক: পাশ্চাত্য জ্যোতিষ মতে মনিবন্ধের তিনটি বলয় রেখাকে যথাক্রমে আরোগ্য রেখা, ধন রেখা এবং সমৃদ্ধি রেখা রূপে সূচিত করা হয়। পুরুষ হস্তে তিনটি এবং নারী হস্তে দু’টি মণিবন্ধ রেখাকে সৌভাগ্যের সূচক হিসাবে বিবেচনা করা হয়। নারী হস্তে যদি তিনটি বলয় রেখা থাকে অথবা একটি বলয় রেখা ভঙ্গুর বা খণ্ডিত অবস্থায় থাকে তবে ফল মধ্যম হয়।
১। মণিবন্ধে তিনটি বলয় রেখার মধ্যে যদি প্রথম রেখাটির প্রভাব থাকে তা হলে মানুষ যশস্বী, বিশ্বস্ত ও বহু ক্ষেত্রে প্রশংসিত হয়। পরমায়ুর অধিকারী হয়।
২। যদি কোনও ব্যক্তির মণিবন্ধ বা বলয় রেখার মধ্যে আড়াআড়ি চিহ্নযুক্ত (#) দু’টি রেখা থাকে তা হলে ব্যক্তি অত্যন্ত নীচ, কুস্বভাব যুক্ত, কুকর্ম এবং কামপীড়িত হয়ে ভয়ানক মৃত্যু লাভ করে।
৩। ব্যক্তির মণিবন্ধে গজ রেখা বা অঙ্কুশ থাকলে ব্যক্তি মহান ও ঐশ্বর্যশালী হয়ে থাকে। ওই ব্যক্তি দেশ-জাতি শাসন করে থাকে।
৪। মণিবন্ধ থেকে উৎপন্ন কোনও রেখা যদি চন্দ্র পর্বতের অভিমুখে যায় তবে ব্যক্তি অবশ্যই সমুদ্র যাত্রা করে থাকে। অর্থাৎ বিদেশ ব্যক্তিকে বহুবার গমন করতে হয়।
৫। মণিবন্ধ থেকে সৃষ্ট হয়ে কোনও রেখা যদি জীবন রেখাকে ছেদ করে তাহলে যেখানে ছেদ করেছে সেই বয়সে ব্যক্তির জীবন বিপদ সংকূল হতে পারে।
Post a Comment