‘মুরগির সৌন্দর্য’ প্রতিযোগিতা!
বিশ্বে মানুষের মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলন বহুদিনের। তবে সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতাও হয়ে আসছে বহু বছর ধরে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকে মোটা অংকের অর্থপুরস্কার। এবার তারই ধারাবাহিকতায় লিবিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হলো মুরগির সৌন্দর্য প্রতিযোগিতা!
সম্প্রতি
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আয়োজন করা হয়েছিল মুরগির এই সৌন্দর্য
প্রতিযোগিতা। এতে অংশ নেয় দেশটির বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীরা। বার্তা
সংস্থা রয়টার্সের খবর অনুসারে, প্রতিযোগিতায় মুরগির রঙ, আকার, দৈহিক গঠন ও
পালকের উজ্জ্বলতা দেখে বিজয়ী নির্ধারণ করা হয়েছে।
Post a Comment