‘মুরগির সৌন্দর্য’ প্রতিযোগিতা!

The Bizarre World of Chicken Beauty Pageants / Forward Festival 2021 

 বিশ্বে মানুষের মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলন বহুদিনের। তবে সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতাও হয়ে আসছে বহু বছর ধরে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকে মোটা অংকের অর্থপুরস্কার। এবার তারই ধারাবাহিকতায় লিবিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হলো মুরগির সৌন্দর্য প্রতিযোগিতা!


সম্প্রতি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আয়োজন করা হয়েছিল মুরগির এই সৌন্দর্য প্রতিযোগিতা। এতে অংশ নেয় দেশটির বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীরা। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, প্রতিযোগিতায় মুরগির রঙ, আকার, দৈহিক গঠন ও পালকের উজ্জ্বলতা দেখে বিজয়ী নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শুধু মুরগি পালনকারীদের প্রচারের জন্যই নয়, বরং তরুণদের পাখি সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার জন্যেও আয়োজন করা হয়েছে,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.