পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন, ফুল-উত্তরীয়তে স্বাগত মুখ্যমন্ত্রীর


ODD বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি বর্তমানে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন। নতুন স্থায়ী রাজ্যপাল না নিযুক্ত হওয়া পর্যন্ত তিনিই আপাতত মণিপুরের পাশাপাশি বাংলার দায়িত্বও সামলাবেন বলে জানা গিয়েছে। সোমবার নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় ও ফুল দিয়ে নতুন রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। রাজভবনে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.