বরিস জনসনের পর কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

ODD বাংলা ডেস্ক:  স্রোতের বিপরীতে হার না-মানা যাত্রার সমাপ্তি ঘটল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। পার্টিগেট কেলেঙ্কারি, স্বজনপ্রীতির অভিযোগের জেরে সহকর্মীদের আস্থা হারিয়ে দলীয় প্রধানের তথা প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হল তাঁকে।

একটি সমীক্ষার ভিত্তিতে দাবি করেছে, জনসন সরকারের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই মুহূর্তে রক্ষণশীলদের নেতা হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন। সমীক্ষায় সদ্য পদত্যাগী অর্থমন্ত্রী রিশি সুনাকের কথাও উঠে এসেছে।

খবরে বলা হচ্ছে, জনসন সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। জনসনের পদত্যাগের সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে টুইট করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে বরাবরই সমর্থন দিয়ে গিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে বসতে পারেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডাউন্ট, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, সদ্য পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদসহ বেশ কয়েকজন। এ ছাড়া বেক্সিট সমর্থনকারী অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান রক্ষণশীল নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.