চিনে নিন এই তিন রাশিকে, ভাই বোনের প্রেমের সম্পর্কে মাথা গলাতে পছন্দ করেন এরা



 ODD বাংলা ডেস্ক: অনেকে আছেন যারা নিজের প্রেমের চেয়ে অন্যের প্রেমের দিকে বেশি নজর দেন। আর রইল কয় রাশির কথা। যারা ভাই বোনের প্রেমের সম্পর্কে মাথা গলাতে পছন্দ করেন। দেখে নিন তালিকাতে আপনার দিদি বা দাদা আছে কি না। 


প্রেমের সম্পর্ক নিয়ে সকলের আলাদা আলাদা মানসিকতা। কেউ সঙ্গীর জন্য সব করতে রাজি তো কেউ কঠিন পরিস্থিতিতে সম্পর্কে ভেঙে দেন। তেমনই কেউ সঙ্গীকে প্রাণের থেকে বেশি ভালোবাসেন তো কেউ সম্পর্কে নিজের স্বার্থটাই দেখেন। আবার প্রেমের সম্পর্ক অনেকে গোপন রাখতে চান, তো কেউ কেউ তা সকলকে বলে বেড়ান। প্রেমের সম্পর্ক সুখের হোক তা কার না কাম্য। সঠিক মানুষের সঙ্গে জীবন কাটাতে চান সকলেই। প্রেম সুখের করার জন্য অনেকেই বিপরীতে থাকে মানুষটার নানান কিছু মেনে নেন। তেমনই চলে নানা রকম মানিয়ে নেওয়া। কিন্তু, সকলের মানসিকতা সমান নয়। তেমনই কেউ সঙ্গীর প্রতি দায়িত্বশীল মনোভাব ব্যক্ত করেন তো কেউ শিশু সুলভ আচরণ করে থাকেন। আবার অনেকে আছেন যারা নিজের প্রেমের চেয়ে অন্যের প্রেমের দিকে বেশি নজর দেন। আর রইল কয় রাশির কথা। যারা ভাই বোনের প্রেমের সম্পর্কে মাথা গলাতে পছন্দ করেন। দেখে নিন তালিকাতে আপনার দিদি বা দাদা আছে কি না। 


মিথুন রাশি

 রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। এরা ভাইবোনের জীবনে নাক গলান। তাদের প্রেম জীবন নিয়ে এদের অগ্রহ বিস্তর। আপনি যতই গোপন করুন না কেন, এরা ঠিক ধরে ফেলে। 


সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। যারা ভাই বোনের প্রেমের সম্পর্কে মাথা গলাতে পছন্দ করেন। দেখে নিন তালিকাতে আপনার দিদি বা দাদা আছে কি না। আপনার দাদা বা দিদির রাশি যদি হয় সিংহ তাহলে সামধান। আপনি যতই গোপন করুন না কেন, এরা ঠিক ধরে ফেলে। ভাই বোনের প্রেম জীবন নিয়ে এদের আগ্রহ বিস্তর। এই কারণে অনেকের কাছে খারাপ হয়ে যান এরা।  


বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। ভাই বোনের প্রেম জীবন নিয়ে এদের আগ্রহ বিস্তর। ভাই বোনের প্রেমের সম্পর্কে মাথা গলাতে পছন্দ করেন। এই কারণে অনেক সময় দ্বন্দ্ব  লাগে । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.