উপরে লেখা ‘৫০০ টাকার খুচরো আনবেন’, কেক অর্ডার দিয়ে হতবাক মহিলা!
ODD বাংলা ডেস্ক: মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের নারী একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লেখা থাকবে তা নিয়ে কেক বিক্রেতাকে তিনি কিছু নির্দেশও দেন।
এক খাদ্য সরবরাহকারী সংস্থার অ্যাপ থেকে কেক অর্ডার করেছিলেন মুম্বইয়ের নারী। অর্ডারও এল। তবে কেকের প্যাকেট খুলে হতবাক নারী। কেকের উপর লেখা, ‘দয়া করে ৫০০ টাকার খুচরো আনবেন।’ঐ নারী কেকের ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন।
মুম্বইয়ের বাসিন্দা বৈষ্ণবী মন্ডকার নামের ঐ নারী একটি কেক অর্ডার করেন। কেকের উপর কী লিখতে হবে তাও ফোনে জানিয়ে দেন ঐ নারী। তবে কেকের প্যাকেট খুলে তিনি দেখেন, তিনি যা নির্দেশ দিয়েছিলেন তা তো লেখা হয়েইনি, উল্টে খুচরো পাঠনোর কথা লিখে পাঠিয়েছেন কেক বিক্রেতা!
নারী কেকের উপর লেখা নিয়ে ঐ ছবি শেয়ার করার পরই তা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
Post a Comment