জুলাই মাসে আকাশে উঠবে 'বাক মুন', জানেন, কী এর বিশেষত্ব

ODD বাংলা ডেস্ক: গত জুন মাসে দেখা গিয়েছিল 'স্ট্রবেরি মুন' আর জুলাইতে অপেক্ষা করে রয়েছে 'বাক মুন'। জানেন কি কখন এই অপরূপ সুন্দর চাঁদকে দেখা যাবে।

মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসার তথ্য অনুযায়ী, বুধবার ১৩ জুলাই এই চাঁদ দেখা যেতে চলেছে। এমন চাঁদ নিজের শোভা নিয়ে টানা তিনদিন আকাশে উজ্জ্বল থাকবে। উল্লেখ্য, চাঁদ যখন পৃথিবীর খুব কাছে চলে আসে, তখনই এমন 'সুপার মুন' দেখা যায়।জুলাই মাসের এই চাঁদের রঙ হবে হালকা কমলা রঙের। বিশেষত ফ্রাঙ্কফুট, নিউ ইয়র্ক, ইস্তানবুল, বেজিংয়ের মানুষ আকাশের প্রান্তে এই চাঁদকে দেখতে পাবেন।

কিন্তু জানেন কি, কেন এই চাঁদকে বলা হয় 'বাক মুন'? মূলত ইংরেজি 'বাক' শব্দের অর্থ পুরুষ হরিণ। বহু পশ্চিমী দেশে এই সময়কালে হরিণের শিং বৃদ্ধি পেতে শুরু করে। আর সেই ঘটনা থেকেই এই চাঁদের নাম বাক মুন।

বলা হচ্ছে, ১৩ জুলাই রাত ১২.০৭ মিনিটে এই চাঁদের শোভা আরও সুন্দর হবে। পরবর্তীকালে ২০২৩ সালে ৩ জুলাই এই বাক মুন দেখা যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.