বাড়ছে করোনার চোখরাঙানি! শহরে ফের ফিরতে চলেছে মাইক্রো কন্টেনমেন্ট জোন


ODD বাংলা ডেস্ক:
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা রোজই ৫০০ পেরোচ্ছে। মাঝেমধ্যে উত্তর ২৪ পরগনাকেও টপকে যাচ্ছে মহানগর। তাই করোনায় রাশ টানতে শহরে ফের মাইক্রো-কনটেনমেন্ট জ়োন চালুর কথা বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজ্যে যে কয়েকটি জায়গা শুরু থেকেই করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে, তার মধ্যে রয়েছে কলকাতা। মৃত্যুর নিরিখেও শীর্ষে এ শহর।এই অবস্থায় সরকারি সূত্রে খবর, নবান্নও চাইছে অন্তত দু'সপ্তাহের জন্যে শহরে মাইক্রো-কনটেনমেন্ট জ়োন চালু হোক। সে জন্যে যা যা প্রস্তুতির দরকার, তা নেওয়ার জন্যে কলকাতা পুরসভাকে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.