হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, সামাল দিতে মালদায় শুরু দুয়ারে ভ্যাকসিন
ODD বাংলা ডেস্ক: মালদা জেলা জুড়ে করোনার দ্বিতীয় ডোজ নেননি সাত লাখেরও বেশি মানুষ। গত কয়েক সপ্তাহে সংক্রমণ বাড়ায় এই সংখ্যাটাই চিন্তায় ফেলেছে জেলা স্বাস্থ্য দফতকে। এহেন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে জেলা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা ও দ্বিতীয় ডোজের টিকাকরণ শুরু করল স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার সব ব্লকগুলির উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলি এবং শহরের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে করোনার টিকাকরণ কর্মসূচি প্রতিনিয়ত চালানো হচ্ছে।
Post a Comment