আরও এগিয়ে ভারত! বড় ঘোষণা মোদীর


ODD বাংলা ডেস্ক: চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে Digital India Week 2022। সেখানে যে চারটি নতুন উদ্য়োগ নেওয়া হয়েছে সেগুলি হল Digital India Bhashini,Digital India GENESIS,Indiastack.global এবং MyScheme। মূলত প্রযুক্তিগত আরও উন্নতি এবং অনলাইন স্ট্রিমিং-এর ক্ষেত্রে পরিধি আরও বৃদ্ধি করতেই এই উদ্যোগ।অন্যদিকে বিশ্বব্যপী চিপের যে সমস্যা দেখা দিয়েছে তা সমাধানে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর ঘোষণা, সেমিকন্ডাক্টার চিপ তৈরির জন্য দেশের প্রায় ৩০টি সংস্থাকে সাহায্য করা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.