সৎ মেয়ের সঙ্গে গোপনে সন্তান জন্ম দিয়েছেন ইলন মাস্কের পিতা
ODD বাংলা ডেস্ক: ৩৫ বছরের সৎ মেয়ের সঙ্গে সন্তান জন্ম দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের পিতা এরোল মাস্ক। ২০১৯ সালে ওই সন্তানের জন্ম হয়। দীর্ঘদিন একথা গোপন রাখলেও এবার তা প্রকাশ করলেন এরল মাস্ক। এ খবরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে।
ইনসাইডারের খবরে জানানো হয়েছে, এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের ‘গোপন’ সন্তানের কথা ফাঁস করেছেন এরোল মাস্ক। তিনি জানান, তার সৎ মেয়ে জানা বেজুইদেনহাউয়ের বয়স ৩৫ বছর। তার সঙ্গে সম্পর্কের কারণেই ওই পুত্রসন্তানের জন্ম হয়। এরোল মাস্ক যদিও বিষয়টিকে স্বাভাবিকই বলছেন। তার মতে, আমরা তো পৃথিবীতে এসেছি নতুন করে উৎপাদনের জন্যই। তিনি জানান, সন্তানের জন্মের পর সৎ মেয়ে জানার সঙ্গেই থাকতেন তিনি। এ নিয়ে ইলন মাস্কসহ মোট ৭ সন্তানের বাবা হলেন এরোল।
এরোল আরও বলেন, আমার অন্য ছেলেমেয়েরা বিষয়টি মেনে নিতে পারেনি। কারণ জানা ওদের বোন। বোনের সঙ্গে বাবার সম্পর্ক মানতে সমস্যাই হয় ওদের। তবে এরোল এসব নিয়ে চিন্তিত নন। জানার দুই সন্তানকেও বাবার আদর দিচ্ছেন তিনি।
Post a Comment