দেশে প্রথম হদিশ বিশ্বের বিরলতম ব্লাড গ্রুপের!


ODD বাংলা ডেস্ক: মানবদেহে A, B, O, Rh সহ মোট ৪২ টি বিভিন্ন ধরণের রক্তের গ্রুপ রয়েছে। সাধারণভাবে, চারটি রক্তের গ্রুপকেই ধরা হয়। বাকিরা বিরল তালিকাভুক্ত। এর কারণ অভিযোজনের ফলে রক্তে আরও ৩৭৫টি বিভিন্ন ধরণের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এমনই একটি গ্রুপ হল EMM। এটি একেবারেই বিরলতম ব্লাড গ্রুপ। যা সম্প্রতি গুজরাতে এক ব্যক্তির দেহে পাওয়া গিয়েছে। শারীরবিদ্যায় এই ধরনের ব্লাড গ্রুপকে ABO গ্রুপের মধ্যে ধরা হয়ে থাকে। ঠিক যেমন- 'বম্বে ব্লাড গ্রুপ'। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.