এ যেন হুবহু টিকটক! ভোল বদলে নয়া রূপে হাজির ফেসবুক


ODD বাংলা ডেস্ক:  Facebook অ্যাপে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল Meta। একই সঙ্গে অ্যাপের মধ্যে নয়া ভিডিয়ো বিভাগ যুক্ত হতে চলেছে TikTok অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায় নতুন বিভাবে একই ভাবে সোয়াইপ করে ভিডিয়ো বদল করা যাবে। এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে Facebook। ভারতে নিষিদ্ধ হলেও বিশ্বজুড়ে TikTok-এর কাছ থেকে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে Meta-র জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম Facebook। টিকে থাকতেই একগুচ্ছ অ্যাপে একগুচ্ছ বদল আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.