ফ্যাটি লিভার থাকলে কী কী লক্ষণ দেখা যায়? শুনুন চিকিৎসকের মুখেই

 


ODD বাংলা ডেস্ক:ফ্যাটি লিভার রোগটি এখন ঘরে ঘরে। প্রচুর মানুষ এই রোগে নিয়মিত আক্রান্ত হয়ে যান। এক্ষেত্রে প্রাথমিকভাবে রোগ লক্ষণ বুঝে উঠতে না পারলেও, অসুখ একটু এগিয়ে গিয়ে থাকলে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।


ফ্যাটি লিভার (Fatty Liver) রোগটির ক্ষেত্রে লিভারে ফ্যাট জমে। নির্দিষ্ট করে বলতে গেলে লিভারে জমে ট্রাইগ্লিসারাইডস। এবার ফ্যাট জমার কারণে লিভার নিজের কাজ ঠিকমতো করে উঠতে পারে না। তখন একটা সমস্যা দেখা যায়।



ফ্যাটি লিভার রোগটির দুটি ভাগ রয়েছে বলে জানালেন আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল। এক্ষেত্রে এক ধরনের ফ্যাটি লিভারের নেপথ্যে থাকে অ্যালকোহল বা মদ্যপান। এই ধরনের ফ্যাটি লিভারের নাম হল অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ (Alcoholic Fatty Liver Disease)। অপরদিকে রয়েছে নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ (Non Alcoholic Fatty Liver Disease)। এই সমস্যায় লিভারে ফ্যাটের নেপথ্যে থাকে না মদ্যপান।

​কী কী সমস্যা হতে পারে?


ডা: পাল জানালেন, ফ্যাটি লিভার শরীরের ভিতরে থাকা টাইম বোম। এক্ষেত্রে ঠিক সময়ে ব্যবস্থা না নিলে হতে পারে লিভার সিরোসিস (Cirrhosis)। আর লিভার সিরোসিস খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ। এই রোগ থাকলে শরীরে অনেক সমস্যাই দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় এর থেকে লিভার ক্যানসারও (Liver Cancer) হতে পারে। তাই সতর্ক হয়ে যান। নইলে সমস্যা আরও বাড়বে বই কমবে না।


​কোন কোন লক্ষণ দেখা যায়?


 এক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থায় কোনও লক্ষণই (Fatty Liver Symptoms) দেখা যায় না। রোগ বাড়তে শুরু করলে পেটের ডানদিকে ব্যথা, একটু হজমে সমস্যা, অনেকে আবার গ্যাসের অভিযোগ করেন। তবে বহু ক্ষেত্রেই তেমন কোনও সমস্যা থাকে না।


​রোগ নির্ণয় কী ভাবে?


ডা: পাল জানালেন, সন্দেহ হলে প্রথমে লিভার ফাংশন টেস্ট দেওয়া হয়। লিভার এনজাইম বেশি থাকলে করা হয় আলট্রাসোনোগ্রাফি। এছাড়া সমস্যার গভীরে জানতে লিভারের এমআরআই (MRI) করা যেতে পারে। মোটামুটি এই কয়েকটি টেস্ট দেখেই সমস্যা বোঝা সম্ভব।


​চিকিৎসা কী?


এই রোগ একটু এগিয়ে গিয়ে থাকলে চিকিৎসা করতে হয়। তবে বেশিরভাগ সময় চেষ্টা করা হয় সুগার, কোলস্টেরল, প্রেশার ইত্যাদি নিয়ন্ত্রণ করতে। এই বিষয়গুলি নিয়ন্ত্রণে অনেক সমস্যার সমাধান করে ফেলা সম্ভব হবে। এছাড়া কিছু ওষুধ রয়েছে ফ্যাটি লিভারের। তবে সেগুলি খুব বেশি কার্যকরী নয়।


​খাওয়াদাওয়া কী?


এক্ষেত্রে ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। যেমন- তেল, মাখন, ঘি, বাইরের খাবার ইত্যাদি। এছাড়া বেশি উষ্ণতায় রান্না করা খাবার যেমন- চিপস জাতীয় খাবার খাওয়া যাবে না। বরং খেতে পারেন মরশুমি ফল, শাক, সবজি। তবেই তো ভালো থাকতে পারবেন। অন্যথায় সমস্যা বাড়বে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.