ইডি হেফাজতে পার্থ-অর্পিতা, অভিজাত আবাসনে বহাল তবিয়তেই প্রাক্তন মন্ত্রীর পোষ্যরা


ODD বাংলা ডেস্ক: বহাল তবিয়তেই আছে পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়র দল। ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ১৯ তলার জোড়া ফ্ল্যাটের জানালা থেকে কলকাতা দেখছে তারা। ডায়েট মতো চলছে খাওয়াদাওয়া। নিচে নেমে হাঁটাহাঁটিও করে নিচ্ছে পার্থবাবু ও অর্পিতার সারমেয়রা। পশুপ্রেমীদের কাছে এমনই দাবি এই বহুতল আবাসনের নিরাপত্তারক্ষী ও কর্মীদের। তাঁরা এই বিষয়ে রীতিমতো আশ্বাস দিয়েছেন কুকুরপ্রেমীদের। এদিকে ,ওই পোষ্যগুলির দেখভালের জন্য ইডির কাছে আবেদন জানিয়েছে একটি পশুপ্রেমী সংগঠন। মামলার সঙ্গে সরাসরি কোনও যোগসূত্র না থাকলেও পার্থ-অর্পিতার পোষ্যরা কেমন রয়েছে, সেই সম্পর্কে খোঁজখবর নিতে পারে ইডি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.